Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাণিসম্পদ অফিস,পাইকগাছা,
undefined

উপজেলা প্রাণিসম্পদ অফিস একটি গুরুত্বর্পর্ণ অফিস।এটা উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে নিজস্ব ভবনে অবস্থিত।এটা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণি সম্পদ মণ্ত্রণালয়ের আওতাধীন।

কি সেবা কিভাবে পাবেন

কি কি সেবা পাবেনঃ

ক্রঃ নং

সেবা সমূহ

অসুস্থ গবাদি প্রাণি ও হাঁস-মুরগির চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান

ক) হাসপাতালে

খ) কৃষকের বাড়ী/খামারে/চেম্বারে গ) গবাদি প্রাণি ও হাঁস-মুরগির নমুনা (গোবর, রক্ত নমুনা পরীক্ষা ও প্রয়োজনবোধে আঞ্চলিক রোগ অনুসন্ধান গবেষণাগারে প্রেরণ করা)

ক) গবাদি প্রাণি ও হাঁস-মুরগির টিকাবীজ সরবরাহ/বিক্রয়

খ) উন্নত জাতের ঘাষের কাটিং বীজ (প্রাপ্তি সাপেক্ষে)

ক) প্রযুক্তি হস্তান্তরের নিমিত্তে কৃষক প্রশিক্ষণ গবাদি প্রাণি ও হাঁস-মুরগি পালন সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান।

খ) ক্ষুদ্র ঋণ বিতরণের নিমিত্তে সুফলভোগীদের নির্বাচন, ঋণ বিতরণ ও ঋণ আদায়।

গ) গবাদি প্রাণি ও হাঁস-মুরগি রোগাক্রান্ত এলাকা পরিদর্শন/নমুনা সংগ্রহ ও রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

ঘ) ব্যক্তি মালিকানাধীন গবাদি প্রাণি ও হাঁস-মুরগির খামার স্থাপনের উদ্ধুদ্ধকরণ ও রেজিষ্ট্রেশন করণের ব্যবস্থা গ্রহণ।

ঙ) প্রাকৃতিক দূর্যোগ চলাকালীন সময়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠানের সহযোগিতায় গবাদি প্রাণি ও হাঁস-মুরগির জরুরী চিকিৎসা, টিকাদান ও ত্রাণ বিতরণ।

চ) উন্নত জাতের গবাদি প্রাণি ও হাঁস-মুরগির খামারী/কৃষককে অনুদান প্রদান।

ছ) রোগাক্রান্ত এলাকা চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণ।

জ) কৃত্রিম প্রজনন উপকেন্দ্র/পয়েন্টে আনিত গাভী প্রজননের ব্যবস্থা গ্রহণ, গর্ভবতী গাভীর গর্ভ পরীক্ষা করণ।